আঃ!কী শান্তি!
আজ সত্যিই হল-
নির্ভয়ার আত্মার শান্তি,
অবসান হল সাত বছরের ক্লান্তি।
নির্ভয়াও মুক্তি পেলো আজ,
সে যে শুধু নয় দামিনী!!!
প্রতিটি নারী জাতিরই প্রতীক,
আজ নারীজাতির এ এক উল্লাস চুক্তি।
'সাজা পেতেই হবে অপরাধ করলে'
আরেকবার প্রামান হল,
দিল্লী র ঐ তিহাড় জেলে।
ফাঁসির দড়ি গলায় চাপিয়েই,
হল লড়াই অবসান।
নির্ভয়া যেন বলে ওঠে,
"ছিলাম এত দিন বুকে নিয়ে পাষান,
কী শান্তি! হায়!
এতদিনে হল সমাধান।"