মেলায় যাবে গো মেলায়,
রথের মেলায়...
যেখানে জাত পাতের ,
নেই কোন বালাই -
সেই মেলায়!

হিন্দু,মুসলিম,শিখ,ঈশাই...
সবাই ভাই ভাই,
বিভেদ তো মানুষ শেখায়,
দেবতাদের নাই...
কোনোই ভেদ নাই।

মিষ্টান্ন ভান্ডারে ছানার দরকার,
তা দিয়ে তৈরী হবে মিষ্টির বাহার!
রসগোল্লা,কালাকাঁদ,চমচম,দরবেশ...
তেমনি ভগবানেরও বেশ
রূপের আবেশ....

ভগবান যে এক, শুধুই এক,  
ভিন্ন নামের বাহার তাঁর
দেবতা,আল্লাহ,গড
সবই তো মানব মনের রূপকার...

সকলেই ভগবানের সন্তান,
রক্তের রং সকলেরই লাল,
তবে আবার কীসের বিভেদ?
কোথায় আর ধর্মের বোলচাল?