প্রতি নিয়ত সমাজ আজ হচ্ছে উলঙ্গ,
সভ্যতার চাদর ছিড়ে করছে ছিন্ন ভিন্ন।
পৈশাচিক জৈবিক লালসার পরিতৃপ্ততায়,
সমাজ ভুগছে হীনতা দৈনতায়।
স্বাধীনতার এতো দিন পরেও,যখন মেয়েরা
সাফল্যের মুকূট মাথায় পরে আজ স্বাধীন,
তখন নোংরা হিংসা কুলালসা জৈবিকতার
ফাঁদে পরে আজও হচ্ছে পরাধীন.
ধর্ষন নারকীয়তার লোলুপ চেহারা,
আজ বীভৎস!
ছাড় পায়না কেউ বয়সে হোক না সে
এক থেকে একশ!
ধর্ষকাসুর ভুলেই যায় ,তারা ও কোনো
মায়ের গর্ভজ।
ধর্ষনের প্রতিবাদ ওঠে ,
মৌনতা আর মোমবতি মিছিলে,
সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রতিবাদের ঝড়.
কত লেখালেখি আর হৈচৈ হুল্লোড়।
তাতে কী !সব কিছু থেমে যায়,
ধর্ষন মনবৃত্তির হয় না নড়চড়।
যে মেয়েটি ধর্ষিতা,হয়েছে নারকীয়তার বলি
কিংবা কত মায়ের হয়েছে কোল খালি,
এই সমাজ পারবে কি কাটাতে সেইসব চোরাবালি?
নগ্ন সমাজ আজ বুকে নিয়ে বেড়ায় অপবাদ,
আমরা মেয়েরা,আমি তুমি তোমরা
আজ, সত্যিই কি নিরাপদ ?