আমি নারী,
আজ একুশ শতকে দাঁড়িয়েও
আমি খড়কুঁটোর মতই ভেসে বেড়াই,
আমার নেই কোনো স্থায়ী বাড়ি।
আমি নারী,
সকালে উঠে রান্নাঘর সামলানো,
চর্ব চোষ্য রান্না করা....
সন্তান প্রতিপালন,
পরিজনের মন রক্ষা,
রাতে স্বামীর দখল রক্ষায়,
স্ত্রী ধর্ম পালন.....
সবই করতে পারি,
আমি যে নারী।
স্বামী সন্তানের মঙ্গলের জন্য
আমি ব্রত রেখে,
পাঁচালী পড়তে পারি....
আবার কখনও বা,
সার্জিকাল স্ট্রাইকের যুদ্ধ নেত্রী ও হতে পারি....
আমি একে ফরটি সেভেন চালাতে পারি...
আমি কখনো মেরিকম,হিমা,
পি.ভি.সিন্ধু,কল্পনা চাওলা ও
হতে পারি....
কারন আমি নারী।
আমি দেশ,রাজ্য
চালাতে পারি...
আমি ট্রেন,প্লেন,জাহাজও
চালাতে পারি....
আবার আমি কলসী কাঁখে
গ্রামের মেঠো পথ ধরে,
জল আনতেও যেতে পারি...
কারন আমি নারী।
আমি কখনো শান্ত, কোমলা
আবার কখনো রনচন্ডী, দেবী দুর্গা.
আমি প্রেমিকা হয়ে,
তোমার অপেক্ষাও করতে পারি.....
আমি সন্তানকে স্নেহে ভরাতে পারি.
আবার কখনো বা,
স্বামীকে প্রেমের তরীতে
ভাসাতেও পারি....
এত কিছুর পরেও
আমি খড়কুঁটোর মত
ভেসে বেড়াই.....
বিয়ের আগে বাবার বাড়ি,
বিয়ের পর স্বামী ,
আর
বুড়ী হলে ছেলের বাড়ি.
আমার নেই কোনো নিজের বাড়ি,
এই পরম্পরা গতানুগতিক
নিয়ম কানুনে মানিয়ে নিতেও পারি.....
কারন,আমি নারী।