কথার আছে অনেক শক্তি,
এর থেকে পাবে না কেউ মুক্তি.
কথা যেমন ভাঙ্গতে পারে
জোড়া হৃদয় মন,
তেমনি আবার জুড়তে পারে,
ভাঙ্গা হৃদয় কোন.
কথার দ্বারা ,যেমন শক্তি পায়
দুর্বল ভেঙ্গে যাওয়া মন,
ফিরে পায় সে অফুরান প্রান.
তেমনি আবার একটি কথায়;
ভাঙ্গতে পারে,
সৎ সরল সজীব সংসার জীবন.
তাই হও সবে আগুয়ান
কথায় আনো সংযম.
বাকস্বাধীনতা আমাদের সকলের মানবাধিকার,
লক্ষ্য রাখা দরকার
তা যেন করে না কখনো,
অন্যের জীবন নশ্বর।