জীবনটা এক বিরাট নাট্যশালা,
কান্না হাসিতে দোলদোলানো,
মস্ত পাঠশালা।

জীবনটা এক খেয়ালি রঙ্গমঞ্চ,
এখানে আছে সুর, তাল,লয়
দুর্নিবার ছন্দ।
কখনো সুখ আবার কখনো দু:খ,
এই নিয়েই গড়ে ওঠে,
বেঁচে থাকা লক্ষ্য।

জীবনে এক সুতোর টানাপোড়েন,
কেউ করে দুমুঠো অন্নের জন্য
জীবনের সাথে দারুণ কঠিন লড়াই।
কেউ বা বিলাসিতায়
বিড়ালের বিয়ে কিংবা পায়রা ওড়ায়!

জীবনটা এক বিশাল ক্যানভাস,
সুখে ,দু:খে তার সহবাস।
সুখের জন্য হাপিত্যেশে কেঁদে মরা,
আবার দু:খ দরজায় নারে কড়া!

জীবন জুড়ে এক বানরের নাচ,
জন্ম মানেই মরতেও তো হবে,
সকলকে মানতেই হবে
আকাশ বার্তা,
প্রাত্যহিকের এই মধু বচন।