নদীর একূল ভাঙ্গে,ও কূল গড়ে
এই তো দুনিয়া।
এই ভাঙ্গা গড়ার খেলা ছাড়া,
জীবন চলে না।

তোমার শুরু  আর আমার সারা
এই তো জীবনের ওঠা পরা,
যদি না মানতে পারো
তবেই হবে দিশেহারা।

জীবন বয়ে চলে জীবনের স্রোতে,
চলমান নদীর মত আকাবাঁকা পথে।

এক পথ বন্ধ হলে,
খোলে শত পথ।
হতাশ হইও না!
নেও ,এগিয়ে চলার শপথ।