কী বিধ্বংসী! প্রলঙ্করী!!
হুঙ্কারে গর্জিতা,তান্ডবে নিমর্জিতা
ধংসলীলায় সুসজ্জিতা
ঘূর্নিঝড় আম্ফান।
দীঘার ওই সমুদ্র পৃষ্ঠ থেকে উৎপন্ন হয়ে,
আছড়ে পড়েছে জনমানবের উপর।
নিয়েছে কেড়ে কত মানুষের প্রান,
নিয়েছে কেড়ে কত বাসস্থান।
অসহয়তা,হাহাকার চারিদিকে-
এক দিকে করোনার তান্ডব,
আবার অন্যদিকে প্রলঙ্করীর দাপট,
প্রকৃতির কাছে মানুষ আজ,
বড়ই অসহায়!
এক মুঠো অন্নের তাগিদে মানুষ-
এদিক ওদিক ছুটে বেড়ায়।
হে দয়াময় কৃপা করো সবে,
প্রকৃতি মা আবার কবে
শান্ত সলিলা হবে?