মিথ্যের ছলে ফিকে হয়ে গেছে গোধূলির সব রং,
মিথ্যের এক রাশ নীরবতা যেন ঢাকছে সত্য মন।
মিথ্যের আড়ালে সত্যের চাহনি,
সত্য যে বড়ই কঠিন
এতে তো খাটেনা কোনো বজ্র আঁটুনি।
তুষের আগুন ধামাচাপা থাকেনা বেশীদিন,
তেমনি সত্য ও প্রকাশ পাবে একদিন ঠিকই,
গল্পের ছলে মিথ্যার ঢল,
মানুষ কে উত্তেজিত ,প্রতারিত করার ছল,
নিজের দোষ ঢাকতে,
বিশ্বাস অর্জনে ,
অন্যকে দোষী সাজিয়ে
ভালো সাজার কল,
অহো!এমনই সব মানুষ সকল...
মানুষ আজ বড়ই বিচিত্র,
অভিনয় কে ভালোবাসে আর
সত্য কে করে ছিদ্র।
নিজেদের দোষ ঢাকতে হয় বিচারপতি,
অন্যের দিকে আঙ্গুল তুলতে পারলেই,
বাঃ! খুশিতে লুটোপুটি।
চালাকি টেকে না বেশীদিন
সত্য প্রকাশ পাবে একদিন,
অভিনয় আর মুখোশ থাকেনা চিরদিন।
যে করবে যত চালাকি,
সে বুঝবে ততই জ্বালা কী...
সত্যের হবেই প্রকাশ
যেন তারপর করতে না হয় হাঁসফাঁস,
এর থেকে বাঁচার নেই অবকাশ!!