আকাশের গহন কোণে
মেঘের আনাগোনা.
সাগরের উছ্বলতায়
একটু আনমনা.
হালকা মৃদু বাতাসের
আদুরে স্পর্শ.
ওই দুরের পাখির কাকলি
দুর করে বিরহ বিষাদ হর্ষ.
বেদুইন মন আজ
শোনে না কোনো বারণ.
মন ছুটে যেতে চায়
দিক থেকে দিগন্ত,
এ কোণ থেকে ও কোণ.
পরন্ত বিকেলে
শান্ত বালির স্তরে,
মেঘ বালিকাদের হাত ধরে
বলাকার মত ভেসে চলা
চঞ্চল মনে ,সাগর পাড়ে বসে,
আজ আমি একাকী.