আমি বাঙ্গালী,
বাংলা আমার মাতৃভাষা,
বলতে আমার লাজ নেই গো,
বললেই লাগে বড্ড আমার খাসা।

ওই নেটিভের ইংরেজী প্রেমে
শক্ত বুলির হাম্বরা ভাব
জাগায় যখন আশা,
ইংরেজী প্রকাশের মাঝে
কেউ কেউ ভাবে
বাংলা এমন কী আর দারুণ ভাষা?

বাংলা নিয়ে পড়াশোনা?
নেটিভ ভাষার কাছে নেই তার স্থান,
তখন বুকের ভিতর দুমরে ওঠে
বলিতে ইচ্ছে হয়,
এরা জানেনা বাংলার কত মান!


বাঙ্গালী হয়েও সগর্বে যদি বলে,
"বাংলাটা ঠিক আসেনা"
যদিও তারা নয় কেউ ইংরাজ!
তখন মনে কষ্ট পাই খুবই।
বলতে ইচ্ছে হয়,
এরা জানেই না বাংলার সমাজ।

হ্যাঁ তাই সগর্বে বলি
বাংলা ভাষা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রান
তাই নেটিভ ভাষা যতই আসুক
সদা গাইব বাংলার জয়গান।