টকটকে লাল গোলাপ ছুঁয়ে একদিন
প্রতিজ্ঞা করেছিলাম,
তোমার আমার সম্পর্ক থাকবে চিরকাল।
আজ আমাদের অবস্থা
ছিন্ন বস্ত্রের এক আস্তিন যেন,
দুজনের দুটো পথ হয়ে গেছে ভিন্ন!
স্রোতের বিপরীতে বয়ে যাওয়া
নৌকার মতই দিশাহারা, দীর্ণ।
অধরা মাধুরীর মতো
আজও কানে বাজে সুর,
একসাথে পথ চলার সেই স্বপ্ন।
অথচ তুমি আমি আজ
একে অপরের কাছে অন্য।
আজ, এতো ফুলের মাঝে আমি
তবুও জানি না,
একি ফুলশয্যা না ফুলের শরশয্যা!