পাখির দেশে ফুলের দেশে
তোমার জন্ম হলো
পরাধীনতার শক্ত দুয়ার
এবার তুমি খোল।
চাষার দেশে
চাষির দেশে
তোমার বেড়ে চলা,
দেশ স্বাধীনর স্বপ্ন কথা
তখনও হয়নি বলা।
নদীর দেশে
এই যে বেশে
তুমি জাতির পিতা,
কামার-কুমার-জালি-তাঁতি
সবার তুমি মিতা।
দেশের জন্য
দশের জন্য
তোমার জায়গা জেলে
দেশের মানুষ সেই কথাটা
কেমন করে ভুলে।
যুদ্ধ জয়ের বাঁশিটাতে
তুমি দিলে ফু
বুকের তাজা রক্ত ঢেলে
যুদ্ধে দিলো ছুট।
অনেক প্রাণ অনেক কষ্ট
তবু বাঙালি হাসে
তোমার প্রেমে বাংলাদেশটা
মুক্তকণ্ঠে হাসে।