স্বর্ণামতি নদীর কোল ঘেঁষে
কচ্ছপের পিঠের মতো একখণ্ড জায়গা
ঘিরে জমে উঠেছে উদাস পুরের হাট।
প্রয়োজনে অপ্রয়োজনে বিকেল হলেই
আশ-পাশের কয়েক গ্রামের মানুষ
এসে জমায়ত হয় এই হাটে।
সাধারণত সপ্তাহে দুদিন হাট বসে,
বাজার বসে প্রতিদিন।
এখানে বিকেল হতেই মানুষেরা
আসে খরচের ব্যাগ হাতে
কেউবা এক পেয়ালা গরম চা
ঠোঁটে ছোঁয়ানো নেশায় আসে।
কামারের দোকানের পাশ দিয়ে যেতেই
লোহা পোরানোর গন্ধ আসে।
রমেশের চায়ের দোকানের
ট্রানজিস্টারে বাজে।
মুখে উদাস,কপালে চিন্তার রেখা ফেলে
বসে থাকা মানুষেরা উন্মুখ হয়ে
খবর শোনার অপেক্ষায় থাকে।
কি হবে এই দেশের?  
পাকিস্তানের শক্তির সাথে
কি পেরে উঠবে বাঙালিরা?
নানান চিন্তায় চিন্তিত জনগণ।
শেখ মুজিব যেদিন যুদ্ধের ডাক দিলো
সেদিন ছিল সকলের মাঝে উত্তেজনা
সকলের চোখে স্বপ্ন জয়ের প্রত্যাশা।
নিজ পরিবারের প্রিয় মুখ ফেলে
দামাল ছেলেরা হয়েছে মুক্তিযোদ্ধা
মেঘের গর্জন শুনে যে বোন ভয়ে মুখ লুকিয়ে রাখত
সে বোন হয়েছে বীরাঙ্গনা...
তখন একাত্তর
তখন স্বপ্ন জয়ের সময়