সুখের ঘরে চোর ঢুকে যে
করল সর্বনাশ,
রাজা মশাই পুতী বাবু
চাষ করেছেন বাঁশ।
বাঁশ দেখে তার পড়ল মনে
কোন রাজ্যের কথা
সে সেই রাজ্যে যখন তখন
বাঁশ দেবার প্রচলন
যেন আছে কথার কথা।
ধনে জ্ঞানে সমরাস্ত্র
রাজা মহারথী,
তার কি আর দায় পড়েছে
অকারণে করবে কারো ক্ষতি?
কিন্তু রাজার কি হলো যে
হঠাৎ করে
উড়ে গেছে ঘুম,
শুধু শুধু ভাল লাগে না
মনে জ্বলে আগুন।
মনের আগুন মনে নিয়ে
কি যে তিনি ভাবেন,
হঠাৎ করে লম্ফ দিয়ে
রনকৌশল আঁকেন।
পুতী মশাই বলল ডেকে
ওরে সেনাপতি,
নিজের সুখ খুঁজতে গিয়ে
করবো কারো ক্ষতি।
অস্ত্রে সব শান দিয়ে নাও
শান দিয়ে নাও গোলায়,
আজি আমরা হামলা করবো
পাশের দেশের ভোলায়।
মন্ত্রী বলেন, রাজা হুজুর
বীর বাহাদুর
হঠাৎ কেন এই হামলা?
মিছে কেন প্রশ্ন শুধু কর
মন্ত্রী তো নও, যেন একটা
শুধু শুধু ঝামেলা।
মনের ভিতর টান দিয়েছে
করতে হবে যুদ্ধ,
যুদ্ধ করে অনেক দিনে
দেলটা হবে শুদ্ধ।
শুদ্ধ দেলে যুদ্ধ হবে
চলবে বারো মাস,
গুঁড়িয়ে দিব
উড়িয়ে দিব
থাকবে নাকো ঘাস।
০৮.০৩.২০২২