আকাশের রং বদলালে
নিজের ভেতরে ও
একরকম বদলে যাবার আভাস পাওয়া যায়
সূর্যের দৃপ্ততায় মন হয় চঞ্চলা হরিণী
দুঃখ-সুখের মাঠ দৌঁড়ে পেরিয়ে যায়।
গোধূলির রং লাল রঙে যখন-
পৃথিবীর কপালে সিঁদুরে মতো
লাল হয়ে রক্তিমতায় ভাসে, তখন
ভালবাসার সুখগুলো নিকটে
কিংবা স্মৃতি হয়ে
বায়স্কোপ মতো পেরিয়ে যায় একের পর এক।
যখন নীল আকাশটা
বর্ষার কালো মেঘে হারিয়ে যায়
তখন নির্জন কক্ষে বসে
ধূমায়িত চায়ের কাপ আর সিগারেটে
হারিয়ে যাওয়া সেই দুটি চোখ
মায়া ভরা মুখের স্মৃতি ছবিতে
হারিয়ে যেতে বড় ইচ্ছে করে।