জাতির পিতা বঙ্গবন্ধু
তোমার পড়ে মনে
কোথায় তুমি লুকিয়ে আছো
কোন সে গভীর বনে।

ঘুমের বেশে ছোটন সোনা
খোঁজে তোমায় কত
অলি-গলি, এদিক-সেদিক
আছে যে পথ যত।

জাতির পিতা বঙ্গবন্ধু
থাকো যে কোন বাড়ি,
তোমার দেখা না পেলে যে
দেবো তোমায় আড়ি।

খোকন সোনা খোঁজে শুধু
এদিক সেদিক চায়
হারিয়ে যাওয়া বঙ্গবন্ধু
কোথাও যে না পায়।

একদিন সে দীঘির জলে
দেখেন একটি ছায়া
ছায়া দেখে বুকে যে তার
লাগলো দারুণ মায়া।

ছায়া শেষে দেখল যেন
আলোক কোন রবি
সেখান থেকে ভেসে ওঠে
বঙ্গবন্ধুর ছবি।