শহরের পথ ছেড়ে যেতে হবে দূরে
আঁকা বাঁকা মেঠো পথ বহুদূর ঘুরে।
সামনে ঘাঘট নদী ঐ পাড়ে গ্রাম,
সবুজের খেত ভরা গিদারী তার নাম।
সেখানে ছিলো মোদের নানার বাড়ি
রাস্তার দু’ধারে গাছ সারি সারি।
বড় মামির সাজানো গোছানো সব পরিপাটি ঘর,
¯েœহ ভরা, মায়া ভরা কতো না করিতেন আদর।
মাটি দিয়ে লেপা পোছা মামির উঠান
সেখানে ছড়িয়ে ছিলো সোনালী ধান।
ঢেকিতে তাল তোলে বড় ছোট মামি
পিঠার গন্ধে ভাসে ছোট ঘর খানি।
জলাশয়ে জল সেঁচে ধরেছি কতো মাছ
তাল পাতায় বানিয়ে নিজে পড়েছি মাথায় বড় তাজ।
দিন শেষে রাত নামে চারি দিক নিঃশ্চুপ
শেয়ালের হাক ডাকে বুক করে ধুক পুক।
আজও ভাই মনে পড়ে সোনালী সেই দিন
ধুলি-বালি পড়ে স্মৃতি হবে না কো মলিন।
আমাদের নানার গ্রাম কত মধুময়
হেথা আজও অতীত ডাকে বাধিয়া হৃদয়।