এসেছি আমি মরিতে ভবের মাঝে
করতে আসি নি চিরকাল হেথা বসবাস,
লালসার পৃথিবী হতে নিয়ে যাও প্রভু
নিয়ে যাও মোরে, পবিত্র তম তব অভিলাষ।।
মায়ার জগতের মাঝে থাকিয়া মগন
পারিনি করিতে ইবাদতে রাত জাগন।
কাছে তবে নাও টেনে দয়াময় আমার প্রভু
দূরত্ব ঘুচিয়ে কাছে নাও মোরে সহে না আর পরবাস।।
সংসারের খেলায় বিলাস বাসনা যত
বেঁধে রেখেছে যত মায়াজাল মোহে
দুনিয়া দুনিয়া করি,
বাঁচার ইচ্ছায় করি যতো কর্ম
চাইনা কেহ যেন
সাধের সংসার সব কিছু ছেড়ে
নতুন করিয়া মরি।
কোন কবি বলেছে কবে
মরার আগে না মর
সেই কবি কি আছে গো বাঁচিয়ে
তাহার কথা যে স্মর।