আমি আর বলবো না কথা
এলো চুলে হিজিবিজি বিজি
লিখব না হৃদয়ের পুরনো স্মৃতি
কষ্টে পোড়ান খাতা।
আমি আর আঁকব না ছবি
স্মৃতির মিনার কৃষ্ণচুড়ার ফুলে
ধুপ কাঠি জ্বেলে আকাশ পানে চেয়ে
চুপচাপ দাঁড়ি থাকা
হৃদয়ের গহিনে কষ্টরা দাপায়
ছেড়া পালক শাবক সুখ।
আমি আর গাইবো না গান
প্রভাত ফেরি বা শহিদ মিনারে বসে
কষ্টের অক্ষরে নিজেকে বেঁধেছি
কিন্তু নই ক্রীতদাস।
চেতনার দিন আসবে বা কবে
সত্য শিকল ছিঁড়ে
মেকি ভালবাসা নয়
হৃদয়ে হৃদয় পুরে এসো সবে
প্রভাত ফেরির মিছিলে।
কষ্টে মিলেছে যে দেশ
সে দেশ তো নয় বড় বেশি সস্তা
বঙ্গবন্ধুর চোখে যে দেশ ছিল
সেই দেশ গড়ে ইতিহাস হবো
হবো না বিদেশী পণ্য।