একুশ আমার রক্তে জাগা রক্ত রঙিন সুর
মায়ের ভাষায় কথা বলি
আহা কি সু-মধুর।
একুশ এলে মায়ের কাছে
খোকার হারিয়ে যাওয়া মুখ
একুশ এলেই হৃদয় কোণে
কষ্টে ভরা বুক।
একুশ এলেই মাঠের ধারে
রাখাল বাজায় বাঁশি
একুশ আমার মাতৃভাষা
দুঃখ সুখের অবাক কান্না হাসি।
ভাষার বুকে বুলেট বিঁধে
হলো বিরাট ক্ষত
ভাষা আমার ভাসল শুধু
রক্ত জবার মতো।
একুশ এলেই খুব সকালে
নগ্ন পায়ে পথচলা
একুশ আমার অ আ ক খ
মায়ের ভাষায় কথা বলা।
একুশ এলে মিনারটাতে
হাজার ফুলের মালা
ফুলে ফুলে মিনার যেন
ফুলের বিরাট থালা।
বুকে ভরা লক্ষ ফুলে মিনার টা
মাথা উচিয়ে আছে
হাজার আকাশ আঁকছে
এখন ঐ আকাশের মাঝে।