হজোবড় ডংকা
খেয়ে দেখ লংকা
আম-জাম-নারকেল
বাবুদের কদবেল
ঢিল দিয়ে দুটি পাড়ি
বাবুরা নেই বাড়ি
আরো দুটো পার না
ওরে গধা আর না
চল্ চল্ কেটে পড়ি
শেষে যদি ধরা পড়ি
হাত দু’টো বেঁধে পরে
দেবে মার কানে ধরে
ওরে বাবা কে হোথা
পালারে দিয়ে হেথা
আসছে দেখ কেমন তেড়ে
কেমনে যাব বাড়ি ফিরে
ভুড়িটা বাগিয়ে
লাঠিটা চাগিয়ে
হৈ চৈ আর গালি
আসছে তেড়ে বাবুর মালি
দৌড়দে শন্ শন্
মাথা ঘোরে ভন ভন
হঠাৎ এক হোঁচট খেয়ে
পরলাম কাদা জলে
সারা গায়ে কাদা মেখে
ফিরলাম বাড়ি শেষে
মা চটে একাকার
দিলো মার দুটি চার
কানে ধরে উঠ বস
ঐ গধার সব দোষ
মা যদি আর যাই
দিব্যি কিরে কসম খাই।