যাহার জন্য সৃষ্টি একূল ও কূল সৃষ্টি জীবন ও ধরা
যাহার জন্য পাহাড় পর্বত সাগর নদী সৃজীলেন মোদের খোদা।
সেই জন তিনি পৃথিবীর বুকে আসিলেন নিয়ে শান্তি
ঘুঁচে গেলো, মুছে গেলো জরাজীর্ণ জীবন বোধের ক্লান্তি।
যার ইশারায় খন্ডিত হয় আসমানের ঐ চাঁদ
তাহার জন্য ভূ-লোক, গো-লোক তিনি যে মাথার তাজ।
অমৃত সুখের খবর দিতে পৃথিবীর বুকে এলেন যখন,
আনন্দে সাজে সকল সৃষ্টি ইবলিশ শয়তান বুক চিড়িয়া কাঁদে তখন।
দু’জাহানের বাদশা তিনি খোদার হাবিব রাসুলে হযরত
দিশেহারা উম্মত যতো দেখাইতে এসেছেন সহজ সরল সঠিক পথ।
তুমি যে মোদের নয়ন মনি
তুমি যে সাফায়াতের কান্ডারী।
মরণের কালে দিয়ো গো দেখা পাক নবীজি হযরত
হলেও পাপী গুনাহগার যতো আমরা যে তোমার উম্মত।
ত্বরিয়ে নিও শেষ বিচারে দিয়ো গো মোদের ঠাঁই
আমি গুনাহগার পাপী তাপি হৃদয়ে বাধি গো তাই।