বর্ষা এলেই
আধার করে মেঘ
হঠাৎ করেই বৃষ্টি ঝড়ে
উড়িয়ে কালো মেঘ
বর্ষা এলেই খাল বিল সব
কানায় কানায় ভরে
শাপলা ফোটে
বিলের ধারে
ব্যাঙে রা সব
আনন্দে গান ধরে।
হাঁসেরা সব স্বদল বলে
মনের সুখে ভাসে
নায়ের মাঝি
দাঁড় টেনে যায় স্বপ্ন সুখে হাসে
বৃষ্টি এলেই খেত ভরে যায়
মাঠ ভরে যায়
নতুন জলে
মন মাতানো গানের সুরে
নাও বেয়ে যায় মাঝি
কোন সে দূর দেশে।