ভাবাবেগের আবেশে যেই, নয়ন মুদে থাকি,
স্বপ্নলোকের স্বপ্নছবি, হৃদয় মাঝে আকি।
স্বপ্নগুলো স্বপ্ন কেনো, সত্যি কেনো নয়,
মনভূলানো স্বপ্নগুলো, স্বপ্ন হয়েই রয়।
স্বপ্নগুলো দুষ্ট ভারী, খুনসুটিতে ভরা
কাছাকাছি এসেও যেনো, দেয়না কভু ধরা।
ধরতে গেলে উড়ে উড়ে, যায় চলে সে দূর,
যত্নে রাখা স্বপ্নগুলো, এক নিমিষেই চূর।
মরীচিকার পিছু ছুটে, কে ছুঁয়েছে ভাই,
স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখা, দূর নিরাশা তাই।
স্বপ্ন হাসায়, স্বপ্ন কাদাঁয়, স্বপ্ন ভাবায় মন,
স্বপ্ন হলো আশার প্রদীপ, বেচে থাকার ধন।
স্বপ্ন দেখি জীবন নিয়ে, মরন নিয়ে নয়,
মরনটাকে করতে হবে, জীবন দিয়েই জয়।