মাদকের কবলে ছেয়ে গেছে দেশ,
যুব সমাজ হয় ক্রমে ক্রমে নিঃশেষ॥
সাময়িক ভুলে যেতে যন্ত্রনা,
নেয় তারা মাদকের ঠাঁই॥
হতাশা ব্যর্থতা না হয় নতুনত্বের স্বাদ,
কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় আনন্দ আহ্লাদ॥
এভাবেই জীবন যে হয়ে যায় ছাই,
মাদক তো দেয় নাকো তাদের রেহাই॥
মায়েরা মোছে নীরবে অশ্রু,
বাবারা ফেলে দীর্ঘশ্বাস,
ধ্বংস দুয়ারে যায় সন্তান,
না জেনে তার পরিণাম॥
চুরি ছিনতাই না হয় সন্ত্রাস,
মাদকের স্পর্ধায় তারা করে অনায়াস॥
মাদকের উপহার অকাল মৃত্যু,
কিংবা দুরারোগ্য কোন ব্যাধি॥
যাও ভুলে অতীতের সব ব্যর্থতা,
মেনে নাও নিয়তির নিষ্ঠুর রসিকতা॥
মাদকে আসক্ত যারা আজ অবধি,
তারাই যে হবে আগামীর প্রতিনিধি॥
হোক তাই আমাদের আগামীর অঙ্গীকার,
যেন না হয় আর মাদকের ব্যবহার॥