পাগলা ঘোড়া পাগলা তালে চিত্ত নাচায়,
আজ বন্দি জীবন শিকল পায়ে
এই ফুরায় ফুরায় ফুরায় ।
জঙ্গলের ঐ মুক্ত পাখি খাঁচার ভিতর পুড়ে,
আর কতকাল আটকে রাখো
একদিন ঠিক যাবেই তো সে উড়ে ।
পুষে রাখা ইচ্ছেগুলো ছড়ায় যখন ডানা,
হাজার হাজার শাসন বারণ
সব ফেলে যে মেলতে পাখা মানা ।
হয়তো এখন সাময়িক আটক যতই রাখো,
সুযোগ বুঝে ঠিক পালাবে
যতই শাক দিয়ে মাছ ঢাকো ।
খোলামনে খোলামেলা চলাই যাহার কাজ,
হঠাৎ করে কেমন করে
শিকল বেধে, পড়াও তারে সাজ ।
মুক্তমনা মুক্তপাখি আকাশ মাঝে ছাড়ো,
উড়ে উড়ে ক্লান্তি এলে
চোখ জুড়াবে, তৃষ্ণা পাবে তারো ।
শিকড় ছিড়ে আকাশপানে বৃক্ষ যতই যাক,
মনের টানে মাটির পাণে
ভালোবাসাটা তার থাক ।
ইচ্ছে যেমন, তেমন ছুট দিতে চায় মন,
ভাঙ্গা পায়েও লাগবে জোড়া
আসুক বিদ্রোহী সে ক্ষণ ।