নিশ্চুপ নির্বাক কেন তুমি
কি তোমার অভিমান,
ভালোবেসে কেন তুমি সরে গেলে দূরে
করে আমায় অপমান।
চলে যদি যাবেই তুমি
জড়ালে কেন আমার এই জীবনে,
স্বপ্ন দেখিয়ে সরে গেলে তুমি
রেখে গেলে শুধু একা আমার এই ভুবনে।
হয়তো তুমি সুখী হবে
অন্য কারো বুকে রেখে মাথা,
হাজারো কষ্টের মাঝে আমায় ডুবিয়ে
দিয়ে গেলে আমায় শত স্মৃতির ব্যথা।
স্বপ্ন আমি দেখেছিলাম তোমাকে নিয়ে
গড়েছিলাম মনের বাসনা, স্বপ্নের ঘর...
সকল আশা ছিন্ন করে চলে গেলে তুমি
করে গেলে আমায় সবার কাছ থেকে পর।