পুরুষ হতে নারী সৃষ্টি
ভবে মানব-মেলা,
তোমার গর্ভে বংশবিস্তার
ভাবতে ফুরায় বেলা।
নারী তুমি পড়লে শাড়ি
দেখতে ভারী মিষ্টি,
আদম তরে মহান প্রভু
করেন তোমায় সৃষ্টি।
রাখলে তুমি প্রভুর দেয়া
নেয়ামতে দৃষ্টি,
ঝরবে ধরায় অবিরত
স্বর্গ সুখের বৃষ্টি।
নারী তুমি মাতা রূপে
ভবে মাথার ছাতি,
তুমি আবার জীবন রথে
কারো জীবন সাথী।
ভবে তুমি নানারূপে
কাকি ফুফু ভগ্নী,
পাপ বিনাশে অনেক সময়
জ্বালাও তুমি অগ্নি।
অগ্নি রূপের ইতি টেনে
করলে রূপের খেলা,
মানবজাতির মাথা নত
তোমায় করে হেলা।
মায়ের জাতি বলে সবাই
করে তোমায় আদর,
সেই সোহাগে গাফেল হয়ে
হও না যেন বাঁদর।
কাকি ফুফু ভগ্নী নামে
থাক না যতই দর্শন,
প্রতিনিয়ত নিজের কাছে
নিজেই হবে ধর্ষণ।