অজ্ঞাত,অসেচনক প্রিয়ার সনে;প্রথম পরিচয়েই প্রণয় ৷
দেখে তাঁকে যেন মনে হল,আমার প্রেমাশ্রয় ৷
অচিরের নিক্কনে ফুটল,উমেদ আমার বুকে ৷
তনুমধ্যার কায়মনোবাক্যে নজর তাহার দিকে ৷
কোথা থেকে এল সে আকস্মিক,লোচনের সম্মুখে ৷
যেমন করে পূর্ণিমার চাঁদ বের হয় তায়দ থেকে ৷
গোরা তনুতে খোঁপাখানি তার লাগতেছিল মিষ্টি ৷
দিবসে রজনী সৃষ্টি হয়ে ঝরাচ্ছে প্রেম-বৃষ্টি ৷
ক্ষণিকের শ্রী-মিলন লগ্ন;বিমূর্ত জীবন-কাহিনী ৷
আমার একাকী নিঃসঙ্গতায় সে;উঠল হয়ে চির-সঙ্গিনী ৷
দুগ্ধ-আলতায় চন্দন বর্ণে,বিধাতার হাতে সৃষ্টি ৷
চতুর্দিকে যাচ্ছে শোনা তোমার প্রেমের কৃষ্টি ৷
ও আমার প্রিয় সুপ্রিয়া;গায়ক হলে হয়তো ধরতাম প্রেমের গান ৷
কথাটা শুনতেই সুপ্রিয়া জড়িয়ে ধরল আমার প্রাণ ৷
কথ্যভাষায় অবর্ণনীয়,কল্প-সত্যের প্রেম বন্দনা ৷
এমন সুপ্রিয়ার উরাঁচলে শুয়ে আমার য'য়ের বাসনা ৷