'সুহৃদ' কথাটা খুবই মধুর ৷
অশ্রুবর্ষণ নয়নে সোনালী রোদ্দুর ৷
জীবন পথের পরিচয়ে সঙ্গ ৷
সুখ-দুঃখে স্তিমিত অপাঙ্গ ৷
কান্না-হাসির সমান ভাগ ৷
মনের মাঝে কাটলে দাগ ৷
আবার কখনো ভুলে রাগা ৷
শান্তির তরে প্রার্থনা মাগা ৷
'সুহৃদ' মানে স্মৃতির দ্বারা বেষ্টিত থাকা মন ৷
দূরে থেকেও সবচেয়ে প্রিয়,হয় তা আপন'জন ৷
চেনা-অচেনা,পিতা-মাতা,আত্মীয়-স্বজন ৷
জন্ম পশ্চাদ্ আমৃত্যু,সুহৃদ-মেদুরের বন্ধন ৷
'সুহৃদ' মানে শোকানলে যেন উত্সর্গিত হওয়া ৷
আন্তরিক বিষণ্ণতায় নিবিড়তার উষ্ণ ছোঁয়া ৷
প্রেম-প্রীতি-ভালোবাসার,সম্পর্কের সামগান ৷
একে 'পরে একতারই,আদর্শ ঐকতান ৷
কখনো আসল,কখনো নকল ৷
কখনো আবার মরিয়া পাগল ৷
বিবর্ণ আলোকে এক অনন্ত কদর ৷
পূর্ণ-অপূর্ণতার আশা অবিনশ্বর ৷
হিংসা,লিপ্সাও সৃষ্ট হয়েছে সুহৃদের তরে ৷
কখনো প্রকাশ পায়;আবার কখনো নির্গূঢ়ে ৷
সুহৃদ মানে মনে রেখো,''সৌহার্দ্যই মহান ৷"
আর,সৌহার্দ্যের সাক্ষী রইল;"রাজদ্বার 'চ' শ্মশান ৷"