মৃগাঙ্কের বুকের মাঝে,হাসছিল এক অদ্রি ৷
দেখতে শুভ্রা,নামটি হয়তো ছিল সোমাদ্রি ৷
অঙ্গসৌষ্ঠব দেখে উহার,আমার মনে হয় ৷
সবেমাত্র স্নান সেরেছে,তোয়ে মিশিয়ে পয় ৷
স্তিমিত আঁচল মাটিতে ফেলে,শুকচ্ছিল তা জ্যোত্স্নায় ৷
এমতাবস্থায় মম দর্শনে,বক্ষে আঁচল জড়ায় ৷
ভ্রূ-কুঞ্চনে মোকে সুধায়--কে গো বন্ধু তুমি ?
বিশ্ব-মানব এই পরিচয় দিলাম শুধু আমি ৷
পাহাড়ও কথা বলতে সক্ষম;জানা ছিল না ৷
কথাটা বুঝি শুনতে পেয়েই,আবির্ভূত এক কন্যা ৷
অপার্থিব কন্যার সেই মুখশ্রীকে দেখে ৷
"একা কেন বসে আছো ?"--বললাম মুখ ফস্কে ৷
আমি তো মৃগাঙ্কে একা বাস করি ৷
নই তো ঊর্মিলা,কাল্পনিক পরী ৷
যেই নামে ডাকবে তুমি;তাহাই আমার নাম ৷
দয়া করে বিদ্রূপেতে,করো নাকো বদনাম ৷
'বদনাম'-এর কথা শুনে চমকে বলি তাঁকে ৷
কেন তুমি চেয়ে আছো,মোর প্রতি অবাকে ?
তোমায় দেখেই শান্তি পেল,এতদিনের ক্লান্ত মন ৷
'লাগছে ভালো তোমাকে আমার'--এইটুকুই কারণ ৷
"সোমাদ্রি" রূপে ডাকতে চাই গো;আজকে তোমায় আমি ৷
দ্বিধাগ্রস্ত হইলে মনে,ব্যক্ত করো তুমি ৷
তোমার মনের আদর্শ নামে,বন্ধু আমি খুশি ৷
তোমায় দেখেই মনটা আমার স্পন্দিত প্রবাসী ৷
আমার নিকট আসিয়া কন্যা,দেখল আমার বদন ৷
অশ্রুপাতে সিক্ত হল,তাহার দুটি নয়ন ৷
কাছে আসায় দেখিতে পাইলাম,আমিও তাহার আনন ৷
গোরা তনু,সুমখশ্রীতে;যেন মিশ্রিত রক্তচন্দন ৷
আমায় বক্ষে জড়িয়ে বলে,তোমায় ভালোবাসি ৷
তোমার প্রতীক্ষায় হয়তো এতকাল,মৃগাঙ্কে হারিয়ে আছি ৷
প্রথম প্রেমের কলি তুমি;শেষ ভালোবাসা ৷
শুভদৃষ্টির প্রেম লগ্নতে,জেগেছিল মিলন আশা ৷
হাতটি বুকে জড়িয়ে নিয়ে,দেখাল চাঁদের ভুবন ৷
মুগ্ধ হলাম পেয়ে সোমাদ্রির;অপার্থিব প্রণয়ন ৷
দুষ্টু-মিষ্টি প্রেমের কথা,বলছিল কিছুক্ষণ ৷
দোষ করলে আমায় শাসন,করবে প্রিয়জন ৷
তুমি ছাড়া এ জগতে আমার কেহ নাই ৷
তোমার চরণতলে আমায় দিও একটু ঠাঁই ৷
যাবো আমি তোমার বাড়ি;'বউ'টি তোমার সেজে ৷
বাঁধবো মোরা সোনার সংসার;চুপটি হলাম লাজে ৷
তোমার মতো তোমাকে পেয়ে;জীবন আমার ধন্য ৷
আমি তো ছিলাম পৃথ্বী মাতার সন্তান এক নগণ্য ৷
এতকিছু তোমার মনে,ছিল আমায় ঘিরে ৷
আমিও আজ বলছি শপথে;ভালোবাসি তোমারে ৷
অপরূপা,নিখুঁত অঙ্গে তোমায়;বিধাতা সৃষ্টি করেছে ৷
আর,তারপরেই হয়তো সেই ছাঁচটি ভেঙে ফেলেছে ৷
আমার থেকে আমার হৃদয়,যাচ্ছে কোথাও উড়ে ৷
পারলে তুমি নিজের আঁচলে,রাখিও তাঁকে ধরে ৷
পার্থিব ছেলে,অপার্থিব কন্যার;চির-প্রেমের কাহিনী ৷
বাস্তবের চির-স্মরণীয় দৃষ্টান্তে,রইবে ব্রহ্মাণ্ডে জানি ৷
আজ থেকে তুমি "সোমাদ্রি" নামে চরাচরে বিখ্যাত ৷
আর,আমার নামটা ঊহ্য রূপে,যুগান্তরেও শাশ্বত ৷