ইতিহাসের পাতায় যাঁরা,আজও শ্রেষ্ঠ বীর ৷
দেখো,সদা উন্নত ছিল;তাঁদের আত্ম-শির ৷
তাঁদের শির-উপমার তরেই,জন্ম হল জয়শ্রীর ৷
বুকের সাহসেই পেয়েছিল দেখা,জ্বলন্ত হিমাদ্রির ৷
সাহস ছাড়া সুন্দরকে কভু জয় করা যায় না ৷
কর্ম বিনা সুখ-লাভ,চির-মিথ্যার কামনা ৷
স্বর্গ-মর্ত্য-পাতাল দাপিয়ে,আনল চিরসত্যকে ৷
যুদ্ধ জয় অপেক্ষা সত্য,বলা কঠিন আজকে ৷
ঐতিহাসিক বীরেরা সব বীরত্বে প্রামাণিক ৷
বুদ্ধি,বল উভয়ের জোরেই মর্যাদা ক্রমিক ৷
বীরেরা চিরন্তন সত্যের পথের পথিক ৷
যার নিকট হেরেছিল সনাতন দশ দিক ৷
হ্যাঁ,আজ তাঁরা শুধু নেই দুনিয়ায় ৷
তবুও জগত্ নাহি অসহায় ৷
হেতু স্বরূপ স্মৃতিতে বাঁচিয়া ৷
অমর রূপ মৃত্যুঞ্জয় করিয়া ৷