ঠোঁটদ্বয়ে স্পর্শ করে তুমি,প্রেমের ভাষা অমর করে দাও ৷
জীবনসঙ্গী হয়ে,আমায়,তুমি আপন করে নাও ৷
না বয়সের সীমাখানি হোক;না হোক জন্মের বন্ধন ৷
প্রেম যখন করে থাকে কেউ,দেখে শুধু তার মন ৷
নতুন প্রথা চালিত করে,প্রেমকে খচিত করো ৷
পরবর্তী প্রজন্মের তরে,প্রেমের স্মৃতিকে জুড়ো ৷
সুনীল আকাশের শূন্যতা মোর বুকের অবুঝ মনে ৷
পায়েলের নিক্কনে,বুক ভরা প্রেমে,এসো মোর জীবনে ৷
প্রশ্বাস-নিঃশ্বাসে ছড়িয়ে দাও তুমি;তোমার ভালোবাসা ৷
নিষ্পাপ মনের প্রেমকে পেয়ে,পূর্ণ বাঁচার আশা ৷
এই জগত্ তো শুধুই কেড়েছে;যেটাই লাগত ভালো ৷
তবুও জগতে রয়েছি বেঁচে;হারিয়ে বাঁচার আলো ৷
হেরে গিয়ে তব চিত্ত বলুক,"আমাকে জিতে নিয়েছে ৷"
আর আমি বুঝে নিবো,তুমিই সেই;যে নিবন্ধিত ভালো বেসেছে ৷