লক্ষ-লক্ষ বছর ধরিয়া আমি,হাঁটিতেছি এই পথে ৷
দিবানিশি পরিশ্রান্ত হইলে;বিশ্রামের তরে পাহাড়ে ৷
অনেক ঘুরিয়াছি আজ পর্যন্ত,ইতিহাসের ভূত জগতে ৷
সবচেয়ে ভালো থাকিয়াছি আমি;সিন্ধু সভ্যতার নগরে ৷
কত রাজা হারিল-জিতিল;মাঝে আবার রাজত্ব করিল ৷
তারই মাঝে দেখিয়াছিলাম স্মৃতিতে স্মৃতির মান ৷
যুদ্ধবিগ্রহ সবই হইল;শান্তির নিরিখে লড়াইও চলিল ৷
এত কিছু সহ্য করিয়াও,দেখি;কলুষিত নূরের জাহান ৷
আজ আমি নিতান্তই ক্লান্ত হইয়াছি ৷
হয়তো থাকিতে হইবে,আরও বছর কোটি ৷
জাগতিক কুত্সিত-বাহারও দেখিয়াছি ৷
আর,দেখিয়াছি নিগূঢ়ের মিথ্যা-সত্যি ৷
শান্তি আমি পাইয়াছিলাম,দেখিয়া জয়শ্রীর নৃত্য ৷
রূপান্তরে সইয়েছিলাম,নির্গূঢ়ের মান্দ্য আহতি ৷
শাশ্বত চরাচরব্যাপী;আমি আজ লোক মুখে কথ্য ৷
অদৃশ্য,অবিনশ্বর,নৈরাকার;আমার স্বত্ব-ত্যাগেই মুক্তি ৷