দেখো,আমার কথা শুনে কভু হেসে উড়িও না ৷
আবার,মিথ্যা ভাবিয়া যেন ফেঁসে যেও না ৷
সব সত্যি বলছি আমি তোমার কসম নিয়ে ৷
বড় হয়ে না করিব ভালোবেসে বিয়ে ৷
নামখানা হবে একদিন জগত্ জুড়ে খ্যাত ৷
মেট্রিক পরীক্ষাতে তাই প্রতিবার ব্যর্থ ৷
জলজাহাজ,উড়োজাহাজ আরও কত যান ৷
মাঝে-মাঝে স্বপ্নলোকে চালাই বিমান ৷
নেতাদের মত আমি ভাষণে নিপুণ ৷
মশা,মাছি খালি হাতে রোজই করি খুন ৷
পেঁয়াজ-রসুনে আমি নিরামিষভোজী ৷
মাছ-মাংসে রুচি নেই,তবে একটু খুঁজি ৷
দয়া-মায়া-স্নেহ-করুণায় পূর্ণ মম হৃদয় ৷
পয়সাকড়ির খরচা শুনলে কিপটের যম ভয় ৷
বুদ্ধিতে গিজ্গিজ্ সদা লোকে বলে ৷
বিজ্ঞানী হবো আমি,লিখে রেখো জলে ৷
হীরে-মতি-জহরতে আমি লক্ষ্মী ছেলে ৷
সবজান্তা গামছাওয়ালা বলে গো সকলে ৷
দুনিয়া চালাবো বসে রাজ-সিংহাসনে ৷
জামাপ্যান্ট,গাড়িঘোড়া বেচবো রেশনে ৷
কুস্তিতে ওস্তাদ;আমি বীর পাহাড় ৷
আমার মত পারবে না কেউ;গোছাতে সংসার ৷
জগতের মাঝে আমি এমন দৃষ্টান্ত ৷
দেখামাত্র ভুলে যাবে সঠিক সিদ্ধান্ত ৷
একদা হস্ত-জ্যোতিষ বলেছিল আমায় ৷
জগতে যে তোর মত জুড়ি মেলা দায় ৷
আবারও,বলছি আমি তোমাদের কসম ৷
করো দেখি বিশ্বাস;থাকে যদি দম ৷