কোন বাগানের ফুল গো তুমি,কোন আকাশের তারা ?
তোমায় দেখে নিত্য আমি হই যে দিশে-হারা ৷
তাল পুকুরের দক্ষিণ পাড়ে তোমায় প্রথম দেখা ৷
যখন তুমি ভরতেছিলে কলসী একা একা ৷
শূন্য পায়ে হাঁটছ তুমি আঁকা-বাঁকা পথে ৷
ইচ্ছে ছিল ডানা মেলে উড়বো গো একসাথে ৷
ভাবনা নিয়ে কাটছে দিবস,জাগছে বিভাবরী ৷
অল্প কিছু গোপন রেখে,স্বল্প প্রকাশ করি ৷
রইতে আমি পারবো নাকো;তোমার বিহনে ৷
পেলাম খুঁজে প্রেমকে প্রথম তোমার নয়নে ৷
বদনখানা দেখলে পরে,আমি পুরো স্থির ৷
বরফ থেকে ঝরছে যে ঘাম;হৃদয় অস্থির ৷
মনে হয় কাছে গিয়ে তোমায় স্পর্শ করি ৷
কে জানে কোন মাটি দিয়ে সৃষ্টি করেছে হরি ৷
ভাবতে ভাবতেই হঠাত্ দেখি তোমার আগমন ৷
অঙ্গ জুড়ে বইতে লাগল প্রেমাবহাওয়ার পবন ৷
নজরে নজরে চলল কথা,আমার তোমা সনে ৷
মুচকি হেসে করলে প্রবেশ প্রেমের গহীনে ৷
হাতটা ধরে আসলে কাছে,বললে কানে-কানে ৷
বাঁধবো মোরা ছোট্ট কুটির আলোর ভুবনে ৷
এতদিনের সুপ্ত ইচ্ছা করলে তুমি পূরণ ৷
দিব্যি প্রেমের থাকবো সাথে,আমি সারা জীবন ৷
আমার মনের ইচ্ছে দিয়ে গড়লে তুমি আকার ৷
আকার স্বরূপ বিগ্রহতে ঢাললে প্রাণটি তোমার ৷
তোমার-আমার প্রেম চেহারা দেখবে জগত্ বাসী ৷
ফুটবে দেখো সবার মুখে ভালোবাসার হাসি ৷
রাখবে মনে তোমায়-আমায় মিলে গো একসাথে ৷
ভালোবাসায় নতুন মোড় জুড়ল প্রেমের পথে ৷
হয়তো একদিন থাকবো না আর;তুমি,আমি দু'জন ৷
দেখো,মোদের ওই রূপই করাবে;জন্মান্তরেও মিলন ৷