অত বড়ো ধূম্র পাহাড়,আছে যেন দাঁড়িয়ে ৷
আঁকা-বাঁকায় প্রবাহিত নদী,যাচ্ছে সাগরে হারিয়ে ৷
রত্নের আকর আঁকড়ে রাখায় বলি রত্নাকর ৷
সূর্যরশ্মি পেয়ে তারা সাজিয়েছে বাতিঘর ৷
প্রশান্তের বনভূমিতে বাতাস ঘন বইছে ৷
ঘন বাতাসের ঝোঁকে গাছেরা আত্ম-স্কন্ধ নাড়াচ্ছে ৷
পশু-পাখি আত্মীয়তায় বাস করছে বনে ৷
মিল থাকুক,নাই-বা থাকুক;একে 'পরের সনে ৷
মরুভূমির মৃত্যু দেখে কাঁপছে বালু ঝড়ে ৷
দিনে গরম,রাত্রে ঠান্ডা;যেন শোক করে ৷
কুব্জ পিঠে নিয়ে উষ্ট্র,করছে সদা ভ্রমণ ৷
'মরুভূমির জাহাজ' রূপে সার্থক নামকরণ ৷
নীল আকাশে সাদা মেঘের ভেলা যেন ভাসছে ৷
মাঝে-মাঝে সৌদামিনী চমকে চমকে হাসছে ৷
বৃষ্টির ফোঁটায় পৃথিবীকে যেন লাগছে বৈচিত্র্যময়ী ৷
ক্ষণস্থায়ী জগতে কিছুই,নয় হে চিরস্থায়ী ৷