আবির রাঙা বিকেল বেলায় কোকিল কুহু করে ৷
পেখম তুলে নাচছে ময়ূর,কেকা কেকা সুরে ৷
শিউলিতলায় শিউলি পড়ে,সঙ্গে জুঁইয়ের পালা ৷
কাঁঠাল গাছে খাচ্ছে বানর গুনে গুনে কলা ৷
গরু,ছাগল,মহিষ,ভেড়া ফিরছে ঘরে ঘরে ৷
সমীরণে উড়ছে পাতা,গাছের মাথা নড়ে ৷
আম্র গাছে চারুলতার পুষ্পে কবরী ৷
দেখে যেন মনে হল সাজছে শর্বরী ৷
মিষ্টি বাতাস গন্ধ নিয়ে ছুটছে তেপান্তরে ৷
সূয্যি মামা ফিরছে বাড়ি,সাঁঝের আঙুল ধরে ৷
আলোছায়া আলোছায়া লাগছে চারিদিক্ ৷
কাঁসর বাজে,ঘন্টা বাজে,আলোলিকাও ঠিক ৷
নিশার কোলে জ্যোচ্ছনা নিয়ে উদিত চাঁদ মামা ৷
বলতে পারো,রোজই কেন পড়ে সাদা জামা ?