পুষ্পের সৌন্দর্য সদা,'পরের তরে নিয়োজিত ৷
সুরভি আঘ্রাণে অরি,হিতাকাঙ্ক্ষীতে মোহিত ৷
উত্সব,অনুষ্ঠান আর ত্রিদশের পূজায় ৷
প্রসূন ব্যতীত সবই,লাগে বৃথা দুনিয়ায় ৷
অলিরা পুষ্প হতে,মউ;সঞ্চয় করে ৷
মধু,মোম উভয়েই অপরের তরে ৷
আরও কত শ্রী-বিশেষণ কুসুমকে ঘিরে ৷
কভু নাহি ঘটে পতন;ভবে,নিরহঙ্কারে ৷
যে নামেই ডাকা হোক না কেন;গন্ধের নেই তফাত্ ৷
সবুজ প্রসূনের কভু;কোথাও,মিলে নিকো সাক্ষাত্ ৷
পরোপচিকীর্ষু প্রসূন-জীবন;আজও চির সার্থক ৷
রঙ-বেরঙের অভিনন্দনে রঙ্গন,সদা অভ্যর্থক ৷
জন্ম হতে জীবনান্তে,সৌম্য পুষ্পেরা নিষ্পাপ ৷
স্বকর্মের সত্ গুণের নিরিখেই,মিলে নিকো অভিশাপ ৷
'পরের মঙ্গলের তরেই ফুল,নিজেকে বিলিয়ে দেয় ৷
পরের তরেই আত্ম-ক্ষয়;মান্দ্য অহিত সয়ে নেয় ৷
ফোটে নাকো প্রসূন কভু;আপনার তরে জগতে ৷
তাইতো সে 'পরের নিকট;অবিস্মরণীয় বরণীয় কৃতিত্বে ৷