নিঝুম সাদা কুয়াশা, ঠোঁট কাঁপে শীতের ভাষায়
ওপারে'ই সবুজ শেওলা পুকুর, অল্প দূরে ট্রেন ছুটে আশায়
মেঠো পথে মনের গলি, কানে নিস্তব্ধতা সঙ্গিন- খেলায়
তোমার কথা মনে এসে যায়, ঘন শ্বাস রঙিন মেলায়।
ভিড় ঠেলে ছুটে চলি, চলুক তীব্রতা লেখার খাতায়
চাঁদর গাঁয়ে সবুজের স্বপ্ন, দু-পাশে বৃক্ষ পাতায়
বাঁশের ঝাড়ে নীল পাখি, ভূত আছে দেখায়
তোমার ভূত আমার মনে, ছাড়বে না যে কোন নেশায়।