প্রিয়তা,
তোমার ঘোমটা দেওয়া লাজুক আড়াল মুখ
মুগ্ধতায় আমার হৃদয় সুখ।
আলপনায় আলপনায় তোমার স্বপ্ন রং
সেটা শুধুই ভালোবাসা, নয় ভং।

***
প্রিয়তা,
রেখো আমায় তোমার কাজলের অশ্রুতে,
রেখো আমায় তোমার মনের প্রজাপতিতে,
রেখো আমায় তোমার ডুব জোস্ন্যাতে ।

***
প্রিয়তা,
তোমার আয়রন করা শার্টে
আমার যখন মনে পড়ে তোমাতে
বুলিয়ে দেই হাতার আর্টে
বন্ধন হয়ে যায় আমাদের ভালোবাসাতে ।

***
প্রিয়তা,
হুর দিয়ে কি হবে?
যদি তুমি না থাকো
হুরের যায়গায় তুমি হলেই হবে
যদি তুমি মন থেকে আমায় ভালোবেসে থাকো।

***
প্রিয়তা,
আমার যদি পালক মেঘ থাকতো
আমি পড়িয়ে দিতাম তোমার ডানায়
তুমি উড়ে উড়ে ঘুরতে
অবাক হয়ে ডাকতে আমায় অজানায়।

***
প্রিয়তা,
তোমার প্রিয় ফুলে মেখেছি সিঁদুর
আজ না হয় কাল, তুমি হবে ভালোসার মাদুর ।

***
প্রিয়তা,
আমি যদি সত্যিকারের কবি হতাম
তোমায় কবিতায় আঁকাতাম
শব্দে শব্দে তোমার তুলে ধরতাম
বাক্যে বাক্যে তোমার হৃদয় ছুঁয়ে দিতাম
সমাপ্তিতে তোমায় আবেগে কাঁদাতাম।

***
প্রিয়তা,
দিলাম তোমায় লাউ ফুলের আনন্দ শুভেচ্ছা
আর,
দিলাম তোমায় বিদায়ী ট্রেনের শব্দের কিচ্ছা
যেটা খুশি রেখে দিও ।