আমার সিগারেট ফুরিয়ে আসে
পথের ঠিকানা ফুরোয় না
আমার পাঁচ টাকার চা তলানীতে আসে
আমার পরাজয়ের পরাজয় হয় না ।
এই শহরের বিকেল দেখে ভয় হয়
সন্ধ্যার পর বাসায় যেতে লজ্জা হয়
আবারো একটি দিন ফুরোয়
আমার শেষ হিসাবের কাগজ গড়ায়
শুধু আমি ফুরই না
আমার ভিতরের কান্না জুড়ায় না ।
আরো একটি নতুন দিন বলে- আসি ?
আরো একটি পুরোনো দিন দেয় স্বপ্ন ফাঁসি
আমি নতুন দিনে জন্মাই
পুরোনো দিনে ভাসাই
আমার লেখা কবিতার বই
প্রিয়ার অন্যের হয়ে যাওয়া কালো কালির সই ।