প্রিয়তা,
তোমার চলার পথে যে ভ্রম
সে আমিই।
--------
প্রিয়তা,
আমার গ্রামের সুবাস খুব ভালো লাগে
আর তোমার চুলের ঝাপটায় তা পাই ।
আমার বৃষ্টির ঝুমঝুম শব্দ অনেক ভালো লাগে
আর তোমার নূপুরে সেই শব্দটা পাই ।
----------
প্রিয়তা,
হেরে যাবো জানি!
তবুও মন জয় করেছি।
_______
প্রিয়তা,
আজ সকাল থেকে অনেক ভেবেছি
তোমার কথা অনেক শুনেছি
কি ছিলো সে বলায়?
ভালোলাগা কি শুধুই অবেলায়?
চাও যদি আমায়
ফিরে আসো আমার দখিনায় ।
_________
প্রিয়তা,
মনে কি আছে সেই সমুদ্রি ঘাটের কথা?
কেন দিয়েছিলে সেই স্বপ্নিল কথা?
দুজনে পা ভিজিয়ে দাঁড়াবো
দূর আকাশে অসীম দৃষ্টিতে তাকাবো
সকালের বৃষ্টিতে কফি হাতে সমুদ্রির পাড়ে বসবো
দুজনে চোখে চোখে ইশারাতে শুধু কথা বলবো ।
______
প্রিয়তা
আজ বাইরে বৃষ্টি হচ্ছে আলতো করে
সেই সবুজ শাড়িটি পড়বে না নতুন করে ?
হালকা সাজে নিজেকে ফুটাবে দেবী করে
ভ্রমর হয়ে ফুলের চারিদিকে ঘুরবো রঙ্গিন পাখা করে ।
_________