হাজারো শব্দ বলা হয়েছে একে অপরকে
হাজারো ভিড়ে খুঁজেছি দু’জন দু’জনকে
কখনো চোখে চোখ রেখেছি নিবিড় ভাবে
বুকের হৃদপিন্ডে ধুকধুকানি খেলেছে বহু অনিয়ম ভাবে
কখনো জ্যাজ, কখনো পাহাড়ী, কখনো রক, কখনো রবীন্দ্র বেজেছে সভ্যতা সুরে
বিশাল আকাশে দু’জনই চেয়েছি ভেজা চোখ ভরে
মন থেকে চেয়েছি আগে-পরে- একবার বেশি করে, একবার কম করে
চেয়েছি বিষণ্ণ কোন স্নানের পাতা করে
চেয়েছি আকাশ-পাতাল না মেলানো শব্দ গোঁজামিল দিয়ে
অন্তরে-অন্তর সঁপে, ঠোঁট নেড়ে, ইশারা চেয়ে
চেয়েছি জ্যোৎস্না নীরবে অন্দর চিড়ে
অসুখে যখন না বলা বোবা জানোয়ারের শব্দ করে
চেয়েছি, চেয়েছি, তুমি আমি দু’জনেই
অশ্রু মাখা অপেক্ষার কূজনে ভুলের সাথেই
শুধু মুখ ফুটে বলিনি- ভালোবাসি তোমাকেই;
ভালোবাসি তোমাকেই ।