মৃত্যুর সময় থাকবে না এতো দিনের ভালোবাসা অক্সিজেন
না থাকবে শত্রু কার্বন-ডাই অক্সাইড
থাকবে কি আমায় গড়া-না গড়া কোন কালের অন্ধকার ঘন?
নাকি থাকবে আলোয় ঝলসে পড়া লাল-নীল-সবুজ এসিড !
চারিদিকে আগের মতোই চলবে শাশ্বত কর্ম কাল
কেউ হয়তো থেমে বলবে- আহা কি ভালো ছিলো
আবার চলে আসবে তাদের সামনে আমায় ভুলে যাওয়া
থেমে থেকে কি হবে এই মহাকাল, মাহালয় ?
প্রিয় রং হতো হয়ে যাবে সাদায় অথবা কালোয় ?
কেউ কি বলে দিতে পারবে? তা জানো ?
হার-জিতে'র হিসাব মেলাবো নীরবে শুয়ে অচেনা আলোয়
আমি কি হারবো না জিতবো? তা জানো ?