তুমি তো জানো আমার বাগানের কথা
সে ফুলে ভরিয়ে তুলে মনের ব্যথা
তোমার কপালের টিপ হবে বলেই
সে বাগান ভরে আমার কোলেই


তুমি নিতে আসবে না তবে?


তুমি তো দেখেছ আমার জ্যোৎস্নার মালা
সে আলো-অন্ধকার খেলে, মেটাতে মনের জ্বালা
তোমার চোখের কাজল হবে বলেই
সে জ্বলে-নিভে আমার স্বপ্ন সন্ধ্যা প্রতি কালেই


তুমি ঘুরতে আসবে না তবে?


তুমি তো বুঝেছ আমার মনের ভাষা
সে কুঁড়ে কুঁড়ে খায় না পাওয়ার ভয়ের আশা
তোমার বিজন বনে বাঁশির সুর হবে বলেই
সে মৃদু সুবাসে এঁকে-বেঁকে দোলে'ই


তুমি শুনতে আসবে না তবে?