আমি বড্ড শহুরে
আমার কাছে আসবে কি বনলতা সেন ?
এসে-ছিলো পুষ্পিতা-ফুল দিয়ে নাম তার
লাল কাঁকর পথ বেয়ে, ভাঙ্গা শহরের রণে
হালকা নীল শাড়িতে, হয়তো নতুন অভ্যাসে
এলো-খোপায়, পাতলা কপালে মৃদু ঘামে
বসন্তের নিরালা টিপ ঘেঁষে
কয়েক গুচ্ছ চুল মাথা ওপর থেকে গড়িয়ে নেমে
আমায় বলছিলে,
আমায় রাগী-চাপা-অভিমান কণ্ঠে বলছিলে-
“ভালবাসুন, আপনি ভালো বাসুন
আপনি ভালোবাসতে জানেন ।
আজ হয়তো হারিয়েছে সে
কাল হয়তো অন্য বেশে
আসবে সে বিশুদ্ধ ভালোবাসা নিতে
শুধুমাত্র ভালোবাসা পেতে।”
আজ আমার মনে হয় আমার কাছে এসে ছিলো বনলতা সেন
পুষ্পিতা'র নাম ধরে
কাঁপা মেহেদি হাতে শেষ বিকেলের পানে
সাত রঙ্গা চুড়ি পরে।