মীমাংসিত সত্য
----------------------মিশুক সেলিম
সেদিন একবিন্দু মেঘও জমতে দেখিনি আকাশের বুকে,
কী এক উত্তেজনায় জেগে উঠি কাকডাকা ভোরে,
পত্রিকার পাতায় চোখ মেলতেই আমি আঁতকে উঠি,
বটবৃক্ষের মতো তুমি আজ মীমাংসিত সত্যের মুখোমুখি।
এইতো সেদিন তুমি বলেছো কোথাও নেই কোন ক্রন্দন,
শুধু একবার চেয়ে দেখো, চোখের জলে ভেসে যাচ্ছে
হৃদয়ের গহিনে লালিত বাংলার অলিগলি রাজপথ।
হয়তো নক্ষত্রের ওপারে তুমি রক্তিম আভা হবে,
কিংবা চাঁদনী রাতে ঘুরে বেড়াবে ঢাকা শহর জুড়ে
অনন্তকাল বেঁচে থাকবে কবিতা উৎসবের মধ্যমণি হয়ে।