স্বাধীনতার স্বাদ
===================মিশুক সেলিম
আমি উন্মাদের মতো উত্তর দক্ষিণ গোলার্ধ ভেদ করে
তোমাকেই খুঁজেছি টাইম স্কোয়ার থেকে স্পন্দন শহরে,
পৃথিবী ফুরিয়ে আজ নিজেকে ফুরাতে বসেছি চিরতরে।
ইচ্ছে করে সদা হাস্যোজ্জ্বল যুবকের মতো জেগে উঠে
ঝাঁক ঝাঁক বিষণ্ণতার মাঝে আমি বিরামহীন স্বপ্ন দেখি।
ইচ্ছে করে অরণ্যের ভেজা পথ পেরিয়ে প্রতিদিন বাঁচি,
বিধাতার যত্নে লালিত পৃথিবীর পানে বিষ্ময়ে চেয়ে থাকি।
বুকের মধ্যে প্রত্যাশার প্রাসাদ গড়ে মনুষ্যত্বের নিশান
গায়ে জড়িয়ে ঘুরে ফিরি আমার প্রিয় ঢাকা শহর জুড়ে।
অমসৃণ পথে হেঁটে হেঁটে নিজেকে করেছি কেবলি রক্তাক্ত
পুরোনো শ্যাওলা পড়া প্রাচীর ডিঙ্গিয়ে চলে এসো প্রিয়,
নিরাপত্তার বলয় ভেদে স্বাধীনতার স্বাদ নেবো প্রতিনিয়ত।